Wednesday, 24 June 2020

পঞ্চগড় - তেতুলিয়া - বাংলাবন্ধ ট্যুর

সব সময় কর্মব্যস্ত দৈনন্দিন রুটিননুযায়ী চলতে চলতে আমরা কখনো হাঁপিয়ে ওঠি, আর তাই একটু  শান্তির পরশ পেতে আমরা ছুটে যাই প্রকৃতির কাছে।
আর ঠিক সে কারনেই আমাদের এই ট্যুরের প্লান।
চলুন তাহলে আপনাদের নিয়ে যাই সেই ট্যুরে,           
ট্যুরের প্লানটা আমাদের যখন এসেছিল আমরা চেয়েছিলাম একটু দূরে এবং একটি নস্টালজিক জায়গা,  যেখানে সচারাচর সবার যাওয়া হয়না।
তো যেই ভাবা সেই কাজ, আমরা অনেক খুঁজে পঞ্জগড় জোনকে পাই। যেখানে লুকিয়ে আছে প্রকৃতির অনেক রহস্য ও বিচিত্র এবং অপরূপ ট্যুরিস্ট স্পট।

আমরা ভ্রমণের পূর্বে গুগল করে সংশ্লিষ্ট জায়গার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি।এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কেননা আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন,  অবশ্যই সেই জায়গা সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকা চাই তা না হলে  কিছুটা দোটানায় পরতে হতে পারে।


আমরা ভ্রমন শুরু করার ২ দিন পূর্বে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকেট কেটে রাখি। ( কমলাপুর রেলস্টেশন থেকে) যেহুতু আমরা কয়েকজন মিলে ট্যুর দিয়েছিলাম।  চেয়ারকোচ নন-এসি জন প্রতি পড়েছিল ৫৫০৳ করে।

ট্যুরের পূর্বে করনীয়
-পাওয়ার ব্যাংক 
-ডিএসলার নিলে এক্সট্রা ব্যাকআপ রাখা
-ট্রাভেল ব্যাগের পাশাপাশি হালকা ছোট ব্যাগ রাখা
-সানগ্লাস
-সানপ্রটেক্ট ক্রিম
-শীতের সিজন হলে, ভারী শীতবস্ত্র সাথে রাখা।(কেননা ওখানে শীত পরে প্রচন্ড)


অবশেষে আসল সেই কাঙ্খিত দিন, আমরা রাত ১০.৩০এর মধ্যে  রেলস্টেশনে (কমলাপুর) চলে আসলাম। এসে শুনলাম পঞ্চগড় এক্সপ্রেস  লেইট!  আসতে আসতে ১২.০০  বাজবে!!!  তো সবাই যে যার মত পায়চারি করলাম। অবশেষে ১২.১৫ তে পঞ্চগড় এক্সপ্রেস আসল। তো যাত্রী নামিয়ে ট্রেনের ফর্মালিটি শেষ করে ১২.৪৫ এ পঞ্চগড়ের উদ্দেশ্য যাত্রা শুরু করল.... 
(
চলবে)                          
                                                             

Tuesday, 23 June 2020

Joining

Hey,
Everyone this is first post of my blog.It’s a travel related blog.so, keep with us & see to exclusive travelling journey story....       

পঞ্চগড় - বাংলাবন্ধ - তেতুলিয়া ট্যুর ২য় পার্ট

 ১২.৪৫ এ পঞ্চগড় এক্সপ্রেস যাত্রাশুরু করল, গন্তব্য উত্তরের পঞ্চগড়। ট্রেনের ঝিকমিক শব্দ চারদিকে আলোড়ন তুলতে লাগল। ট্রেন যখন এয়ারপোর্ট স্টেশন ক...